অনার্স ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের নির্বাচনী পরীক্ষার বিজ্ঞপ্তি

অনার্স অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, আগামী ১৩.০১.২০২৬ইং তারিখ হতে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। উক্ত নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ৮০০ টাকা এবং যাদের ইনকোর্স ফি বকেয়া ৩০০টাকাসহ আগামী ০৬.০১.২০২৬ইং তারিখের মধ্যে স্ব-স্ব বিভাগে পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফরমপূরণ ও ইনকোর্স নম্বর প্রদান করা যাবে না।
বি. দ্র: কর্তৃপক্ষ যে কোন প্রয়োজনে রুটিন পরিবর্তন করতে পারে। যারা ইনকোর্স দেয়নি তাদের স্ব স্ব বিভাগে যোগাযোগ করতে হবে। ইনকোর্স ব্যতীত মূল পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নেই।

নিম্নে নির্বাচনী পরীক্ষার সময়সূচি দেওয়া হল:

ব্যবস্থাপনা বিভাগ ও সকাল ১০ টা থেকে দুপুর ১টা:
1. ব্যাংক ব্যবস্থাপনা (২৪২৬০১) ১৩.০১.২৬
2. আর্থিক ব্যবস্থাপনা (২৪২৬০৩) ২০.০১.২৬
3. সরবরাহ শিকল ব্যবস্থাপনা (২৪২৬০৫) ২২.০১.২৬
4. শিল্প সম্পর্ক (২৪২৬০৭) ২৫.০১.২৬
5. প্রকল্প ব্যবস্থাপনা (২৪২৬০৯) ২৭.০১.২৬
6. আন্তর্জাতিক বাণিজ্য (২৪২৬১১) ০২.০২.২৬
7. বিনিয়োগ ব্যবস্থাপনা (২৪২৬১৩) ০৩.০২.২৬
8. বাংলাদেশের অর্থনীতি (২৪২৫১৫) ০৫.০২.২৬
9. শিল্পোদ্যোগ (২৪২৬১৭) ০৮.০২.২৬
10. মৌখিক পরীক্ষা (পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে)

অর্থনীতি বিভাগ ও সকাল ১০ টা থেকে দুপুর ১টা:
1. মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন (২৪২২০১) ১৩.০১.২৬
2. আন্তর্জাতিক অর্থনীতি (২৪২২০৩) ২০.০১.২৬
3. শিল্প অর্থনীতি (২৪২২০৭) ২২.০১.২৬
4. গবেষণা পদ্ধতি (২৪২২০৫) ২৫.০১.২৬
5. পরিবেশ ও সম্পদ অর্থনীতি (২৪২২০৯) ২৭.০১.২৬
6. জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি (২৪২২১১) ০২.০২.২৬
7. অর্থনৈতিক চিন্তাধারা (২৪২২১৩) ০৩.০২.২৬
8. অর্থনৈতিক পরিকল্পনা (২৪২২১৯) ০৫.০২.২৬
9. ইসলামিক অর্থনীতি (২৪২২২১) ০৮.০২.২৬
ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান জনাব কাজী কিশোয়ার সাফা 01834852255

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব হারুনুর রশীদ 01819632805


logo login

 উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিরন্তর চেষ্টায় খলিল মীর কলেজ।