অধ্যক্ষের বাণী

WhatsApp Image 2024 01 25 at 8.19.15 PM

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। খলিল-মীর কলেজ পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞ চিত্তে শোকর আদায় করছি যে, তিনি দয়া করে যে জীবন দান করেছেন তার মাধ্যমে আমি অত্র কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক মনোন্নয়নের প্রচেষ্টা চালানোর সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি অত্র কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব খলিলুর রহমান মহোদয় এবং জনাব আলহাজ্ব মীর আহমদ সওদাগর মহোদয়কে। এ দু’জন মহানুভব ব্যক্তি যাদের জন্ম এ জনপদে হয়েছিল বিধায় তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় একটি আলোকি প্রয়াস হিসেবে এ কলেজ প্রতিষ্ঠিত হয়েছে।

ইতিহাস ও ঐতিহ্য অনন্য সমৃদ্ধ পটিয়ার জিরি ইউনিয়নের দুটি গ্রাম সাঁইদাইর ও জিরি’র সংযোগস্থলে প্রতিষ্ঠিত হয়ে এলাকার প্রজন্মকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে অত্র কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতাদ্বয়ের সুনিদের্শনা এবং গভর্নিং বডির সুপরিচালনায় শিক্ষা প্রতিষ্ঠানটি দক্ষিণ চট্টগ্রামে একটি স্বকীয় মর্যাদাকর অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। অসাম্প্রদায়িক চেতনার-মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জ্বীবিত হয়ে শিক্ষিত -দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে জাতীয় শিক্ষার উন্নয়নে এ কলেজটি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যথাযথ নির্দেশনা ও সিদ্ধান্ত প্রদানের জন্য অত্র প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সম্মানিত সভাপতি জনাব সেলিম রহমানের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের তথ্য প্রবাহ অবাধ করাই হচ্ছে এ ওয়েবসাইট তৈরির লক্ষ্য। এর ধারাবাহিকতায় কলেজটিকে আধুনিক মানসম্মত ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠানে রুপান্তরিত করাই আমাদের স্বপ্ন। এ শিক্ষাপ্রতিষ্ঠানকে সকল আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ করে গ্রামীণ জনপদে উচ্চ শিক্ষার সুযোগ প্রসারিত করাই আমাদের বর্তমান লক্ষ্য। এ লক্ষ্যে একদল দক্ষ প্রশিক্ষিত সহকমী নিয়ে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ প্রতিষ্ঠানের পথ চলায় বিভিন্ন পর্যায়ে য়ারা অবদান রেখেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে সকল অভিভাবক তাঁদের সন্তানদের আমাদের কলেজে পাঠিয়ে এ কলেজকে তাঁদের সন্তানদের শিক্ষার দায়িত্ব প্রদান করেছেন তাঁদের প্রতি রইল অভিনন্দন। যে সকল শিক্ষার্থী এ কলেজ ও তার প্রাঙ্গণ সদামুখরিত রাখছে তাদের প্রতি রইল অফুরন্ত শুভেচ্ছা ও স্নেহাশীষ। পরিশেষে পরম করুণাময়ের কাছে এ ফরিয়াদ জানাই তিনি যেন এ শিক্ষাপ্রতিষ্ঠানটির সাফল্য গাঁথা বিনিমার্ণে আমাদের প্রত্যেককেই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করে দেন।

এস.এম. মিছবাহ্-উর-রহমান


logo login

 উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিরন্তর চেষ্টায় খলিল মীর কলেজ।