ডিগ্রির ভর্তি আবেদন বিজ্ঞপ্তি
সেশন-২০২৩-২৪
কোর্সের ধরণ- ডিগ্রি(নিয়মিত)
প্রাথমিক আবেদন শেষ- ৩০ জুন।
আবেদন মাধ্যম- অনলাইন।
ক্লাস শুরু- ২৫ জুলাই।
আবেদনর যোগ্যতা>> SSC & HSC দুটিতেই কমপক্ষে 2.00 করে থাকতে হবে।।
SSC ২০১৯/২০২০/২০২১ এ পাস করা থাকলে আবেদন করতে পারবে।। এর আগের সালে পাস থাকলে ডিগ্রি(নিয়মিত) কোর্সে আবেদন করতে পারবে না।
প্রাথমিক আবেদন ১টি মাত্র কলেজ চয়েজ দিয়ে করতে হবে।।
ডিগ্রিতে Subject চয়েজ আবেদন করার সময় দিতে হয় না।আবেদনের সময় শুধু কোর্স নাম লিখে আবেদন করতে হবে।।আর Subject চয়েজ,, যাঁরা চান্স পাবে তাঁরা ভর্তি হবার সময় Subject চয়েজ দিবে।
BA- আর্টসের কোর্স
BSS- আর্টসের কোর্স
BBS- কমার্সের কোর্স
যে,যে গ্রুপ থেকে পাস করছো সে সেই গ্রুপের কোর্স চয়েজ দিয়ে আবেদন করবে ।
Online এ আবেদন করতে যা যা লাগবে>>SSC + HSC তথ্য & কিছু ব্যক্তিগত তথ্য & ছবি।।
আবেদন ফি ৩০০ টাকা যেটি আল আরাফাহ ইসলামী ব্যাংক, শান্তির হাট শাখায় জমা দিয়ে কলেজ আবেদন কপি ও ব্যাংক রশিদ সহ কলেজে জমা দিতে হবে।
ডিগ্রিতে আবেদন করলেই ভর্তি না অনার্সের মতো এখানেও রেজাল্ট দিবে,চান্স পেতে হবে,,তারপর প্রয়োজনীয় কাগজপত্র সহ ভর্তি হতে হবে।।