পটিয়া উপজেলার সাঁইদাইর-জিরির মধ্যবর্তী স্থানে ৩.৯৪ একর জায়গার উপর ১৯৯৪ সালে অত্র এলাকার দুইজন বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তির সম্পূর্ণ আর্থিক অনুদানে কলেজটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম কক্সবাজার রোডের শান্তির হাট বাজার সংলগ্ন জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া আলিম মাদ্রাসার মধ্যবর্তী স্থানে এক মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। এলাকার বিশিষ্ট দানবীর সমাজসেবক দেশের বরেণ্য শিল্পপতি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ও আরো অন্যান্য জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা KDS গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান এবং মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মীর আহমদ সওদাগরের যৌথ প্রচেষ্টায় শিক্ষা, সংস্কৃতিতে অনগ্রসর এলাকাটিতে এ কলেজটি প্রতিষ্ঠা করে। বিশেষ করে এলাকার নারী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। কলেজটি প্রতিষ্ঠার পর হতে শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় আরও পড়ুন
অধ্যক্ষের বাণী
বিছমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম। খলিল-মীর কলেজ পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞ চিত্তে শোকর আদায় করছি যে, তিনি দয়া করে যে জীবন দান করেছেন তার মাধ্যমে আমি অত্র কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ প্রাপ্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক মনোন্নয়নের প্রচেষ্টা চালানোর সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি অত্র কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব খলিলুর রহমান মহোদয় এবং জনাব আলহাজ্ব মীর আহমদ সওদাগর মহোদয়কে। এ দু’জন মহানুভব ব্যক্তি যাদের জন্ম এ জনপদে হয়েছিল বিধায় তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় একটি আলোকি প্রয়াস হিসেবে এ কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আরও পড়ুন