Khalil Mir College

Khalil Mir College

ইমেইল: এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।

"""""""""""নোটিশ"""""""""""""
অত্র কলেজের সকল শ্রেণি/বর্ষের শিক্ষার্থীকে অবগত করা যাচ্ছে যে, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, খলিল-মীর শিক্ষা পরিবারের অন্যতম অভিভাবক, বিশিষ্ট দানবীর, শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মীর আহমদ সওদাগর মহোদয়ের মৃত্যুতে আগামীকাল 28.01.2024ইং শোক দিবস উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সকল শিক্ষক-কর্মচারীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।


অধ্যক্ষ
খলিল-মীর কলেজ
পটিয়া, চট্টগ্রাম।

শনিবার, 27 জানুয়ারী 2024 00:00

শোক বার্তা

 

 WhatsApp_Image_2024-01-27_at_2.46.28_PM_1.jpeg

"""""""""""শোক বার্তা"""""""""""""
আমাদের কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, খলিল-মীর শিক্ষা পরিবারের অন্যতম অভিভাবক, বিশিষ্ট দানবীর, শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মীর আহমদ সওদাগর মহোদয় আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা জিরি গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাজায় সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো যাচ্ছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্তে: খলিল-মীর কলেজ পরিবার।

গরীব ও অসহায় শিক্ষার্থীর জন্য দ্বাদশ শ্রেণির ভর্তি আগামী ৩১ জানুয়ারি ২০২৪ইং পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

পাতা 20 এর 27

logo login

 উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিরন্তর চেষ্টায় খলিল মীর কলেজ।