প্রতিষ্ঠানের ইতিহাস

college thumbপটিয়া উপজেলার সাঁইদাইর-জিরির মধ্যবর্তী স্থানে ৩.৯৪ একর জায়গার উপর ১৯৯৪ সালে অত্র এলাকার দুইজন বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তির সম্পূর্ণ আর্থিক অনুদানে কলেজটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম কক্সবাজার রোডের শান্তির হাট বাজার সংলগ্ন জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া আলিম মাদ্রাসার মধ্যবর্তী স্থানে এক মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। এলাকার বিশিষ্ট দানবীর সমাজসেবক দেশের বরেণ্য শিল্পপতি বহু স্কুল, কলেজ, মাদ্রাসা ও আরো অন্যান্য জনহিতকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা KDS গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান এবং মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মীর আহমদ সওদাগরের যৌথ প্রচেষ্টায় শিক্ষা, সংস্কৃতিতে অনগ্রসর এলাকাটিতে এ কলেজটি প্রতিষ্ঠা করে। বিশেষ করে এলাকার নারী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। কলেজটি প্রতিষ্ঠার পর হতে শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল, পাশের হার ও আরো অন্যান্য ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

এ কলেজটি প্রতিষ্ঠা হওয়ায় এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আগামীতে আরও গৌরবময় উজ্জ্বল ভুমিকা কামনা করে। কলেজটির শুরুতে উচ্চ মাধ্যমিক অধিভুক্তি লাভ করে। পরবর্তীতে ২০০০ সালে স্নাতক (পাস) কোর্সের ৩টি (বিএ, বিবিএস ও বিএসএস) কোর্স চালু করা হয় এবং ২০১৯ সাল হতে অনার্স (বিবিএ-ব্যবস্থাপনা বিভাগ, বিবিএস-অর্থনীতি বিভাগ) কোর্স চালু হয়। কলেজটিতে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অনুষ্ঠান মালা, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ আরো অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

কলেজটিতে চতুর্পাশ্বের পাকা ওয়ালের দৃষ্টিনন্দন বাউন্ডারী রয়েছে। বিশেষ করে এই কলেজে ২০০০ সালে এইচ.এস.সি পাবলিক পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয় এবং ২০১৬ সালে পূন:রায় কেন্দ্রটি বোর্ড কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়।  লাইব্রেরিতে রয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক ছবি সমৃদ্ধ আয়োজন। এছাড়াও লাইব্রেরিতে রয়েছে নতুন ক্যারিকুলাম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের জন্য বিপুল সংখ্যক পুস্তক দৃষ্টিনন্দন লাইব্রেরি। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার উৎসাহিত  কলেজটি নিয়ে এলাকাবাসী গর্বিত।


logo login

 উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিরন্তর চেষ্টায় খলিল মীর কলেজ।

যোগাযোগ

ইমেইল:  এই ইমেইল ঠিকানাটি spambots থেকে রক্ষা করা হচ্ছে। এটি দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট সক্রিয় থাকতে হবে।

মোবাইল: 01836926770, 01831511859

ঠিকানা:  সাঁইদাইর-জিরি, বুধপুরা, পটিয়া, চট্টগাম।

ফেসবুক: facebook.com/KMDC.EDU.BD