২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি (আগামী ২০/০৫/২০২৫ থেকে ২৩/০৬/২০২৫ পর্যন্ত চলবে।
কলেজে যা যা জমা দিতে হবে-
1. জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়সূচি মোতাবেক অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
2. জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ফরমপূরণের আবেদন কপি ১টি।
3. রেজিস্ট্রেশন কার্ড এর ফটো কপি ১টি।
4. ফরমপূরণ ফি জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ১৮০০টাকা
5. কেন্দ্র ফি ৪৫০টাকা
6. কলেজ বকেয়া (যদি থাকে) সহ আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, শান্তির হাট শাখা অথবা বিকাশ পেমেন্ট করে স্লিপসহ কলেজ অফিসে জমাপূর্বক নির্ধারিত সময়ে ফরমপূরণ সম্পন্ন করতে হবে।