এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার ফরমপূরণের নির্ধারিত ফি সমূহ

1. বিজ্ঞান বিভাগ সর্বমোট ফি= 2785 টাকা 

2. মানবিক বিভাগ সর্বমোট ফি = 2225 টাকা

3. ব্যবসায় শিক্ষা িবিভাগ সর্বমোট ফি = 2225 টাকা

4. যদি কোন শিক্ষার্থীর বকেয়া টাকা থেকে থাকে তাহলে উক্ত ফরমপূরণের সাথে বকেয়া টাকা যোগ করে পরিশোধ করতে হবে।

5. ফরমপূরণে টাকা পরিশোধ করার পর কলেজ অফিসে রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি জমা দিয়ে ফরমপূরণ নিশ্চিত করতে হবে। 

6. উল্লেখ্য যে টাকা জমা করে কলেজে 09.03.2025ইং তারিখের মধ্যে দেখা না করা বা রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি জমা না দেয়া হলে তার ফরমপূরণ না হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


logo login

 উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিরন্তর চেষ্টায় খলিল মীর কলেজ।