বিছমিল্লাহির রাহমানির রাহিম
খলিল-মীর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তথ্য প্রবাহ অবাধ করে বিশ্বায়নের এ যুগে একটি প্রতিষ্ঠানকে বিশ্বময় পরিচিতি প্রদানের ক্ষেত্রে ডবনংরঃব তৈরি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ি আমরা ও অত্র কলেজের একটি উুহধসরপ ডবনংরঃব তৈরির মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটির পরিচিতি বিশ্বময় করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশাকরি এ ডবনংরঃব এর মাধ্যমে কলেজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। এ ডবনংরঃব এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে যাঁরা বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি ডবনংরঃব এর মাধ্যমে প্রতিষ্ঠানের তথ্য প্রবাহ সবসময় হালনাগাদ থাকবে। গ্রামীন জনপদে শিক্ষাবিস্তারের সকল আধুনিক সুযোগ সুবিধায় এ কলেজকে সমৃদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চাই আলোকিত প্রজন্ম বিনির্মানের মধ্য দিয়ে এ কলেজটি শিক্ষা উন্নয়নের একটি মডেলএ পরিণত হোক। এ লক্ষ্যে সকলের সহযোগীতা ও সুপরার্শকে আমরা সব সময় স্বাগত জানাই। পরিশেষে অত্র কলেজের সার্বিক সাফল্য কামনা করি এবং ডবনংরঃব টির সফল সমৃদ্ধি কামনা করছি।
(হাছিনা ইকবাল)
সভাপতি