এই পৃষ্ঠা প্রিন্ট করুন

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিগ্রি ২য় বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি

 

ডিগ্রি ২য় বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি (আগামী 17.04.2025ইং তারিখ শেষ)
1. সেশন ফি 600/-
2. বেতন (6 মাস) 1200/-
3. সর্বমোট 1800/- 

4. যদি বকেয়া  থেকে থাকে তাহলে তাও 1800 টাকার সাথে যোগ করে পরিশোধ করতে হবে।
উল্লেখিত তারিখের মধ্যে ভর্তি সম্পন্ন করার নির্দেশ দেয়া যাচ্ছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক শান্তিরহাট শাখায় টাকা জমা দিয়ে রশিদ ও ১ম বর্ষের পরীক্ষা প্রবেশ পত্র কলেজ অফিসে জমা দিতে হবে। আর যারা অনলাইনে ফি পরিশোধ করতে ইচ্ছুক তাদের কলেজ বিকাশ পেমেন্ট নম্বর দেওয়া আছে Khalil-Mir Coolege (01818766776) রেফারেন্স েএ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। আরো বিস্তারিত জানতে কল করুন আমাদের যোগাযোগ নম্বরে।